শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও উদ্দীপনা পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদানের পাশাপাশি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে প্লেস’র প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
ফারাবি জাবিন সায়েরি ও শোয়াইবুল ইসলাম তানজিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্লেসের সভাপতি ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের উপদেষ্টা ও শেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী সানজিদা হক মৌ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের সহ-সভাপতি মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান। এছাড়া প্লেস’র বিদায়ী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকগণ বক্তব্য রাখে।
আলোচনা সভার পরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে মানপত্র ও উদ্দীপনা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সব শেষে আসন্ন ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের শারীরিক সুস্থতাসহ সকলের সর্বাঙ্গীণ মঙ্গল ও সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সদস্য ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।