শেরপুরের নকলা উপজেলার কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর বদলী জনিত কারনে নতুন কর্মস্থল নালিতাবাড়ীতে যোগদানের উদ্দেশ্যে উপজেলা কৃষি অফিসে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) ফারুক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মিলন, সোহাগ, মোস্তাফিজুরসহ অনেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসসয় উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তথ্য মতে, কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ৩২তম বিসিএস’র মাধ্যমে ২০১৩ সালে চাকুরীতে প্রবেশ করে নোয়াখালীর চাটখিল উপজেলায় তার কর্মজীবন শুরু করেন। পরে শেরপুর জেলার নকলা উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এরপরে পদোন্নতি পেয়ে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করে ৮ জুন পর্যন্ত ২ বছর ৩ মাস ৬ দিন কর্মরত ছিলেন।
এর পরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে ২০২১ সালের জুন মাসের ৯ তারিখে শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা বদলী জনিত বিদায়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের স্থলাভিষিক্ত হন। এর প্রায় দুই বছর পরে চলতি মাসের ১০ তারিখে জারি করা এক অফিস আদেশে তাকে একই জেলার নালিতাবাড়ী উপজেলায় বদলী করা হয়। এই আদেশের প্রেক্ষিতে নকলাতে ১ বছর ১০ মাস ১৬ দিনের কর্মজীবন শেষ করে মঙ্গলবার (২৫ এপ্রিল) নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।