গভীর রাতে বৈদ্যুতিক পাম্পে দিয়ে বোরো ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সজিব মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি মঙ্গলবার রাত ১টার সময় উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা দক্ষিনপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত সজিব মিয়া ও-ই এলাকার আব্বাস আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটের কারনে দিনের বেলায় সেচ দেওয়ার সুযোগ না পাওয়ায় সজিব গভীর রাতে সজিব মিয়া তার বন্ধু আশিক মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে স্থানীয় আব্দুল গফুরের সেচ পাম্প দিয়ে বোর ধান ক্ষেতে পানি দিতে যায়। এসময় হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেলে সজিব মিয়া পাম্পে সংযুক্ত টিউবওয়েলে চাপ দিয়ে পানি উঠাতে যায়। এমন সময় বিদ্যুৎ চলে আসায় সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে আশিক মিয়ার ডাক চিৎকারে পরিবারের লোকজন সজিব মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নকলা থানার পুলিশ সজিবের মরদেহ থানা হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ মৃতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে; মামলা নং ৫।