শেরপুরের নকলা উপজেলা শ্রমিক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনটির জেলা শাখার সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক শাহ মো. আশরাফুল ইসলাম-এর মঙ্গলবারে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল নকলা উপজেলা কমিটি গঠনের পর অদ্যবদি পর্যন্ত কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যায়নি বরং বারবার সতর্ক করা সত্বেও জেলা কমিটির বিরুদ্ধে অসাংগঠনিক কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাই শেরপুর জেলা কমিটির পক্ষ থেকে কমিটি বাতিল বা বিলুপ্ত করা হলো।
-প্রেস বিজ্ঞপ্তি