সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

নকলায় সিআইজি গ্রুপের কৃষক সম্মেলনে ঈদ উপহার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৭২ বার পঠিত

শেরপুরের নকলায় কমন ইন্টারেস্ট গ্রুপ (সিআইজি) কৃষক গ্রুপের কংগ্রেস বা কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার সমমনা কৃষকদের নিয়ে গঠিত সিআইজি কৃষক গ্রুপের ১৫০ জন কৃষক-কৃষাণী নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের অর্থায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামার বাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. সুকল্প দাস।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মোহাম্মদ শাহীন রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার।
কৃষক সম্মেলনের আলোচনা সভার পরে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল সিআইজি কৃষক গ্রুপের ১৫০ জন কৃষক-কৃষাণীদের হাতে জেলা ব্যান্ডিং পণ্য তুলশীমালা চাল ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়া উপস্থিত সকল কৃষক-কৃষাণীর মাঝে অপ্রচলিত ফসল হিসেবে পরিচিত গাছ আলুর বীজ তুলে দেওয়া হয়।

এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (এসএপিপিও) ফকির মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দেড়শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।