শেরপুরের নকলায় ঢাকাগামী শামীম এন্টার প্রাইজ নামক যাত্রীবাহী বাসের ধাক্কায় সিরামিক কোম্পানীর পণ্য বিক্রেতা আলম মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় সিরামিক কোম্পানীর পণ্য বহনকারী মাহিন্দ্র মিনি ট্রাকের চালক সজিব মিয়া (১৮) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কের এই ঘটনাটি ঘটে। নিহত আলম উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং আহত মিনি ট্রাক চালক সজিব মিয়া একই এলাকার রফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে পণ্য দিয়ে বাড়ি ফিরার পথে চিথলিয়া এলাকায় পণ্যবাহী মিনি ট্রাকটি ঘুরানোর সময় শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শামীম এন্টার প্রাইজ নামক যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে পণ্য বিক্রেতা আলম মিয়া ও মিনি ট্রাক চালক সজিব মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তাড়াকান্দা এলাকায় গেলে আলম মিয়া মারা যায়। আর সজিব মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, নিহত আলমের স্ত্রী জরিনা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও ওসি রিয়াদ মাহমুদ জানান।