রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ গ্রেপ্তার-২

ঝিনাইগাতী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১১৭ বার পঠিত

ঝিনাইগাতীতে থানা পুলিশের অভিযানে ভারতীয় ৪ বোতল মদ সহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ মার্চ শুক্রবার দিবাগত রাত ৯টা ৫ মিনিটের সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নলকুড়া ইউনিয়নের কুছাইকুড়া গ্রামের শুটকু মিয়ার ছেলে মো: আরিফ (২১) ও শাহ জামালের ছেলে খলিল মিয়া(৩০)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মাসুদ রানা সঙ্গীয় পুলিশ নিয়ে ফাকরাবাদ বাজার সংলগ্ন এলাকার একরামুলের বাড়ীর সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৪বোতল ভারতীয় মদ সহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।