শেরপুর জেলার নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) এই নির্বাচন সংক্রান্ত লিখিত তফসিল ঘোষণা করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা) ও রিটার্নিং অফিসার মেহনাজ ফেরদৌস।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডসমূহের নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচন কমিশন কর্তৃক ২৮ মার্চ জারিকৃত গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডসমূহের নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে ঘোষিত তফসিলের সময়সূচি হলো-
ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত দিন তারিখঃ
১৯ মার্চ রবিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ। খসড়া ভোটার তালিকার উপর দাবি, আপত্তি ও সংশোধনী গ্রহণের শেষ তারিখ ২২ মার্চ বুধবার। ৩০ মার্চ বৃহস্পতিবার দাবি, আপত্তি ও সংশোধনী নিষ্পত্তি, ৫ এপ্রিল বুধবার চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
নির্বাচনী তফসিলঃ
চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর হতে তথা আগামী ৫ এপ্রিল বুধবার থেকে ৯ এপ্রিল রবিবার পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিল করার সময় ১০ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১১ এপ্রিল মঙ্গলবার। ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল গ্রহন করা হবে। আপিল নিস্পত্তি করা হবে ১৬ এপ্রিল রবিবার। মনোনয়নপত্র বা প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ এপ্রিল সোমবার। চুড়ান্ত প্রার্থীতার তালিকা প্রকাশ করা হবে ১৮ এপ্রিল মঙ্গলবার। ২৭ এপ্রিল বৃহস্পতিবার চুড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সবশেষে ২০ মে, রোজ শনিবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।