শেরপুরের নকলায় উপজেলা কৃষক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উরফা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলা উদ্দিন তালুকদার-এর ২০তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে স্থানীয় লোকজনের সার্বিক সহযোগিতায় আলা উদ্দিন তালুকদার-এর নিজ হাতে গড়া স্থানীয় এক মাদ্রাসায় দ্বিনী আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো প্রমুখ।
বক্তারা মরহুম আলা উদ্দিন তালুকদার-এর জীবনাদর্শ ও তার কৃতকর্মের উপর বিস্তারিত আলোকপাত করার পাশাপাশি দ্বিনী আলোচনা ও সবার কাছে দোয়া কমনা করেন। সূর্যাস্তের আগ মুহুর্তে তথা আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি মরহুম আলা উদ্দিন তালুকদার-এর বিদেহী আত্মার শান্তি ও জান্নাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় শাহীনুর আলম তালুকদার বিপ্লবসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুম আলা উদ্দিন তালুকদার-এর রেখে যাওয়া অগণিত গুণগ্রাহী ও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন। সূর্যাস্তের পরে বা মাগরিবের আজান হলে উপস্থিত সবাই এক সাথে বসে ইফতার করেন।