শেরপুরের নকলায় আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার ১৫০ জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরের দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ খান বক্তব্য রাখেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, এইও কৃষিবিদ মো. শাহীন রানা, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) গন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অগণিত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, চলতি মৌসুমে উপজেলার ১,১৫০ জন কৃষকের মাঝে প্রতি জনে ৫ কেজি করে ব্রিধান-৪৮ বা ব্রিধান-৮৫ জাতের ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে।
কৃষি অফিসের তথ্য মতে, প্রণোদনা কর্মসূচির আওতায় গনপদ্দী ইউনিয়নের ৮০ জন কৃষক, নকলা ইউনিয়নের ৬০ জন, উরফা ইউনিয়নের ১২০ জন, গৌড়দ্বার ইউনিয়নের ১৫০ জন, বানেশ্বরদী ইউনিয়নের ২৪০ জন, পাঠাকাটা ইউনিয়নের ৬০ জন, টালকী ইউনিয়নের ৮০ জন, চরঅষ্টধর ইউনিয়নের ৭০ জন, চন্দ্রকোনা ইউনিয়নের ১৪০ জন ও পৌরসভার ১৫০ জন কৃষকের প্রতি জনের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডাই-এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করা হয়।