সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে ২৬ মার্চ (রবিবার) সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা যুবলীগের উদ্যোগে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপজেলা যুবলীগের সদস্য মো. হুমায়ুন কবীর বর্ষা, মো. আকরাম হোসেন, মো. মর্তুজ আলী, মো. সোহেল রানা, মো. আনোয়ার হোসেন শিপন, মো. ফরিদ উদ্দিন ও মো. আদিল আহমেদ পল্লব, টালকী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রুবেল মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মী, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিকগন এবং বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের সকল কর্মসূচিতে তারা অংশ গ্রহন করেন।