শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ‘আমাদের স্বাধীনতা’ শিরোনামে দেওয়াল পত্রিকা (দেয়ালিকা) প্রকাশ করা হয়েছে।
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনাদর্শ ও বাংলাদেশের স্বাধীনতা-এর উপর বহুল তথ্য সমৃদ্ধ এই দেয়ালিকাটিতে শিক্ষার্থীদের বিভিন্ন লেখা স্থান পায়। শিক্ষার্থীদের বিভিন্ন লেখা রচনা, ছোট গল্প, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা সংশ্লিষ্ঠ কবিতা, ছড়া, ইতিহাস সংশ্লিষ্ট শিক্ষণীয় চিত্রসহ দিয়ে এই দেওয়াল পত্রিকাটি সাজনো হয়।
দেওয়ালিকার নির্বাহী সম্পাদক হিসেবে ছিলেন মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম। ‘আমাদের স্বাধীনতা’ পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন। বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম।
রবিবার (২৬ মার্চ) উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দেওয়াল পত্রিকাটি শিক্ষক-শিক্ষার্থীসহ সকল পাঠকের জন্য উন্মুক্ত করা হয়।
দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক, প্রকাশক, বার্তা সম্পাদকসহ সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, শওকত আলী, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে মাদ্রাসার মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শেখ মুজিব পরিবারের সকল সদস্যগন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম।