শেরপুরে নকলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ মার্চ (শনিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ-এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম। এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী প্রমুখ।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, বিএডিসি হিমাগার নকলার উপসহকারী পরিচালক (টিসি) মো. মিজানুর রহমানর, ইসলামিক ফাউন্ডেশন নকলা উপজেলার সুপরাভাইজার মো. নজরুল ইসলাম, অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আকরাম হোসেনসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন, উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
বক্তারা নিজ নিজ বক্তব্যে ২৫ মার্চ গণহত্যা দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন। ২৫ মার্চ গণহত্যায় যারা শহিদ হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করেন তারা। তাছাড়া যেকোন সময় যেকোন পরিস্থিতিতে স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করার প্রত্যয়ে সদাতৎপর থাকার আহবান জানানোর পাশাপাশি গণহত্যায় ও মহান স্বাধীনতা যুদ্ধে দেশদ্রোহীদের দ্রুত বিচারের আওতায় আনার আহবান জানান বক্তারা।