শেরপুরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনির উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি। বর্ধিত সভাটির উদ্বোধন করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার মোর্শেদ (জাস্টিস)।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগের শেরপুর জেলার দ্বায়িতপ্রাপ্ত নেতা জাতীয় পরিষদ সদস্য মো. শাহিন সরকার প্রমুখ।
জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অজয় চক্রবর্তী জয় ও আলহাজ খোরশেদ আলম ইয়াকুব-এর সঞ্চালনায় আলোচনা সভায় নকলা উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ শেরপুর সদর, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবর্দী উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিসালী করতে তথা
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সাধারণ জনগনের সামনে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার আহ্বান জানান। এছাড়া তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল ও জনমূখী করতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।
এসময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।