বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

বিশ্বকাপের পর প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৭৩ বার পঠিত
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপ জয়ের পর পানামার বিপক্ষেই প্রথমবারের মতো খেলতে নামছে আর্জেন্টিনা।  আগামী শুক্রবার (২৪ মার্চ) মনুমেন্টাল স্টেডিয়ামের এই ম্যাচটিকে ঘিরে বিশ্বচ্যাম্পিয়ন মেসিদের উন্মাদনার শেষ নেই। শুধু মেসিই নন, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের প্রায় সব তারকাই রয়েছেন এই  প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে। বিশ্বকাপ জয়ের পর তিন মাস কেটে গেছে। প্রথমবার থ্রি স্টার জার্সিতে খেলতে নামার আগে বুয়েন্স এইরেসে জড়ো হয়েছে পুরো আর্জেন্টিনা দল। আর্জেন্টিনার প্রথম হোম ম্যাচকে ঘিড়ে পুরো বুয়েন্স আয়ার্স জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তিন তারকা প্র্যাকটিস কিটে দেখা মিলেছে ফুটবলারদের। ৬৩ হাজার টিকেটের বিপরীতে ইতোমধ্যেই দেড় মিলিয়ন সমর্থকের আবেদন জমা পড়েছে যা নিয়ে হিমশিম খাচ্ছে আয়োজক কর্তৃপক্ষ।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় মেসিরা মুখোমুখি হবে পানামার। তিন দিন পর মঙ্গলবার ভোর ছয়টায় আবার মাঠে নামবেন মেসিরা, এবার প্রতিপক্ষ  কুরাকাও। এই ম্যাচও শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়। দুইটি ম্যাচই নিজেদের মাঠে খেলবেন মেসিরা। প্রথম ম্যাচটি হবে বুয়েনস এইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়ামে প্রায় ৮৩ হাজার বেশি দর্শকের সামনে। পরের ম্যাচটি খেলবে সান্তিয়াগো দেল এস্তেরোতে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।