শেরপুরের নকলায় উলামা ঐক্য পরিষদের উদ্যোগে রমজান মাসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র্যালি ও মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আলোচনা সভা করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) দুপুর দিকে নকলা বাসস্ট্যান্ড দারুল উলুম মাদরাসার সামনে থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হলমোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা আব্দুল জলিল, সাধারন সম্পাদক মাওলানা মুফতী আনসারুল্লাহ (তারা আলম), সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলিউল্যাহ, কোষাধ্যক্ষ হাফেজ সায়েদুল ইসলাম, উলামা ঐক্য পরিষদ পৌর শাখার সভাপতি মাওলানা শামসুল হুদা জিহাদি প্রমুখ।
বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখতে, অশ্লীল ছবি-সিনেমা প্রদর্শন বন্ধ রাখাসহ, জুয়া, নাটক ও বিভিন্ন গানের আসর বন্ধ রাখার দাবি উত্থাপন করেন।
এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম-মোয়াজ্জেম, ইসলাম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলিম জনগন ও বিভিন্ন পেশাশ্রেণীর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।