শেরপুরের নকলায় তালিকাভুক্ত চাষীদের মাঝে বিনামূল্যে রবি-১ মৌসুমের তোষা-৮ জাতের পাটের বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ উদ্বোধনী করা হয়।
উপজেলা পাট অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াছমিন-এর সঞ্চালনায় পাটবীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো ও পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তালিকাভুক্ত অর্ধশতাধিক কৃষক-কৃষাণী, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াছমিন জানান, এই মৌসুমে উপজেলার তালিকাভুক্ত অন্তত ৩ হাজার চাষীর মাঝে পর্যাক্রমে তোষা-৮ জাতের পাটের বীজ বিতরণ করা হবে। এতে করে উপজেলায় পাট ও পাটবীজ উৎপাদন বাড়বে বলে আশাব্যক্ত করেন তিনি।