শেরপুর জেলাস্থ সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তর (জেলা কারাগার, পাসপোর্ট অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স)-এর অফিস সমূহ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান।
রবিবার (১৯ মার্চ) দিনব্যাপি বিভিন্ন দপ্তর ও অধিদপ্তর পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। এর আগে পরিদর্শনের অংশ হিসেবে কারাগারসহ বিভিন্ন দপ্তর বা অধিদপ্তরে পৌঁছালে অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে ফুললে শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও জেল সুপার কাউছার আহাম্মেদসহ সংশ্লিষ্ঠ জেলাস্থ বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ২০৪১-এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্ব স্ব দপ্তরের স্মার্ট অফিস ম্যানেজমেন্ট এর উপর গুরুত্বারোপ করেন এবং কর্মকর্তাদের সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন তিনি।