শেরপুর জেলার সদর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক (সিসি) পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থপনা পরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তুলসী রঞ্জন সাহা।
শনিবার (১৮ মার্চ) শেরপুর সদর উপজেলার আলীনাপাড়া ও সোনাবরকান্দা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন অতিরিক্ত সচিব তুলসী রঞ্জন সাহা।
ক্লিনিকের স্বাস্থ্য সেবা কার্যক্রম ও অন্যান্য সার্বিক বিষয়াধি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। তাছাড়া জনগনের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
পরিদর্শন কালে শেরপুরের সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, মেডিকেল অফিসার ডা. মো. আকরাম হোসেন ও ডা. রওশন রাকা, এইচআই ইনচার্জ মো. জহিরুল আলমসহ অন্যান্য সংশ্লিষ্ট ক্লিনিকের কমিউিনিটি হেলথ ক্লিনিক প্রোপাইডার (সিএইসচসিপি) ও অন্যান্য সেবাদানকারী, বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়সের নারী-পুরুষ সেবাগ্রহীতাগন উপস্থিত ছিলেন।