-চার্মিং আকবর
মার্চ তোমাতে সিক্ত আমি
মার্চ তোমাতেই দীপ্ত,
৭ ই মার্চ রেসকোর্স এ
বীর বাঙালী ক্ষীপ্ত।
বঙ্গবন্ধুর জয় বাংলা
অমর সে স্লোগান,
মার্চ’র প্রতি শিরায় শিরায়
আজো যেনো বহমান।
মার্চ তোমাতেই জন্মেছিলেন
আমার জাতির পিতা,
১৭ই মার্চ টুঙ্গিপাড়া
ভুলতে পারি কি তা?
মার্চ তোমাতে কাল রাত্রি
নীল নকশায় হাত,
২৫ শে মার্চ গণহত্যার
বীভৎস সেই রাত।
মার্চ তোমাতেই কালুরঘাটের
স্বাধীনতার ডাক,
২৬ শে মার্চ প্রথম প্রহর
যুদ্ধ জয়ের হাকঁ।
মার্চ তোমাতে শ্রদ্ধা জানাই
তুমি স্বগর্বে মহীয়ান,
দিয়েছো তুমি স্বাধীনতা
দিয়েছো বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।