শেরপুরের নকলায় শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে টিটিসির সামনে গনপদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষক, শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের উপর আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পরে তথা আলোচনা সভার আগে শেরপুর টিটিসি ও গনপদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, ইসমাইল হোসেন, নিরমল বাশার, এ.কে.এম শাহজাহান, তমাল চন্দ্র স্যানাল, আরিফুর রহমান, আব্দুল হাই, হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম, আনিসুল ইসলাম, তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, মাসুদ, ফিরোজ, খোকন, হান্নান, মুক্তার, বাবুল শেখ ও জাহানুরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন ও গনপদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।