শেরপুরের নকলা প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহাসিক মার্চের অন্তত তিনটি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে প্রেসক্লাব অফিসে প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে চূড়ান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে প্রশাসনের সাথে সমন্বয় রেখে সর্বসম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে, তা বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত সমূহের মধ্যে ১৭ মার্চ (শুক্রবার) সকালে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন এবং এদিন বিকেলে প্রেসক্লাব অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের উপর আলোচনা সভা ও বিশেষ দোয়া। ২৫ মার্চ (শনিবার) সন্ধ্যায় প্রেসক্লাব অফিসে পাকিস্তানী সেনাদের হাতে স্বীকার সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচান সভা। ২৬ মার্চ (রবিবার) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন, বিকেলে প্রেসক্লাব অফিসে আলোচনা সভা ও মহান স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ কারীদের রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়ার আয়োজন উল্লেখযোগ্য।
এ সভায় বক্তব্য দেন- নকলা প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রফিক প্রমুখ। এসময় প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য সিমানুর রহমান সুখনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।