শেরপুরের নকলা প্রেসক্লাবের উদ্যোগে ঐতিহাসিক মার্চের বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) রাতে প্রেসক্লাব অফিসে প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে সরকারের ঘোষণা মোতাবেক প্রশাসনের সাথে সমন্বয় রেখে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
এ প্রস্তুতিমূলক সভায় বক্তব্য দেন- নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন ও সদস্য রেজাউল হাসান সাফিত প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ ও সদস্য সীমানুর রহমান সুখনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।