সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে নকলা প্রেস ক্লাব-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে নকলা প্রেস ক্লাবের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করাসহ প্রেস ক্লাবের অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক নূর হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পরে রাত ৮টার সময় প্রেস ক্লাবের সভাপতি সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য আব্দুর রফিক ও সিমানুর রহমান সুখন প্রমুখ।
বক্তারা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের উপর বিস্তারিত আলোচনার পাশাপাশি ৭মার্চ এর গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় নকলা প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।