সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন

নকলায় ২তলা গ্রামীণ বাজার ভবন উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

শেরপুরের নকলায় ৪তলা ফাউন্ডেশনসহ ২তলা গ্রামীণ বাজার ভবন-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (৫ মার্চ) দুপুরে বানেশ্বর্দী ইউনিয়নের বাউসা বাজারে নির্মিত বাজার ভবনের সামনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবকে সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন ও ভবনের উদ্বোধন ঘোষণা করেন।

দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে ৪তলা ফাউন্ডেশন বিশিষ্ট ২তলা গ্রামীণ বাজার ভবন এর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্থা (ইউএনও) বুলবুল আহমেদ।

বানেশ্বর্দী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, বাউসা বাজার পরিচালনা কমিটির সভাপতি আঞ্জুমান আরা বেগম রুমি প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেলসহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা অফিস সূত্রে জানা গেছে, ৪তলা ফাউন্ডেশনসহ ২তলা গ্রামীণ বাজার ভবন-এর প্রাকল্পিক ব্যয় ছিলো ২ কোটি ১৩ টাকা। এই বাজার ভবন নির্মানের ফলে গ্রামীণ কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য দাম পাওয়ায় সহজ হলো। এছাড়া সর্বসাধারনের কেনাকাটা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নবনির্মিত বাজার ভবন, এমনটাই মনে করছেন সুশীলজন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।