শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

নকলায় জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪৭৯ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই স্লোগানকে ধারণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ।

এছাড়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ইনচার্জ (একক বীমা) মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, ইনচার্জ মোকসেদুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন বলেন, আমি জনপ্রতিনিধি হিসেবে থাকবোনা তখন বীমা কোম্পানীর সাথে জড়িত হয়ে জনগণের পাশে থেকে তাদের সেবায় নিজেকে আত্ম নিয়োগ করব। তিনি আরো বলেন, বীমা কোম্পানির অনেক মাঠকর্মী নাকি গ্রাহকের টাকা নিয়ে তা যথাযথ ভাবে জমা করেন না! এধরনের অভিযোগ আমাদের কাছে প্রায়ই আসে। এমন হলে বীমা কোম্পানীর সুনাম বৃদ্ধির পরিবর্তে কুনাম হবে। এসব ক্ষতিকর কোন কাজ যেন না হয়, তাহলেই আজকের এই বীমা দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে বলে তিনি মনে করনে।

এসময় বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন বীমা কোম্পানীর শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

সবশেষে যেসকল গ্রাহকের বীমার মেয়াদ পূর্ণ হয়েছে তাদের মাঝে তাদের চুক্তি অনুযায়ী দাবীকৃত টাকার চেক প্রদান করা হয়েছে। এসব চেক তফসিল ভুক্ত যেকোন ব্যাংকে গ্রাহকের নামের হিসাবে জমা করলে, ৭ দিনের মধ্যে গ্রাহক টাকা উত্তলন করতে পারবেন বলে জানান বীমা কোম্পানীর কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।