শেরপুরের নালিতাবাড়ীতে দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) এর সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরীর স্বামী প্রয়াত দেশ বরেণ্য সাংবাদিক বজলুর রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রেসক্লাবের সহ-সভাপতি মাহফুজুর রহমান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উর্দ্ধতন পরিষদের আহবায়ক এমএ. হাকাম হীরা, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমেন।
এসময় উপস্থিত ছিলেন সাংগনিক সম্পাদক জাফর আহম্মেদ, কার্যকরী সদস্য এম. উজ্জল, সদস্য রাকিবুল ইসলাম রাকিব, দৌলত হোসাইন, অভিজিত সাহা, মঞ্জুরুল ও নুর আলম প্রমুখ।