শেরপুরের নালিতাবাড়ীতে উদীয়মান লেখক কবি মুহাম্মদ শহিদুল ইসলাম ফকির সম্পাদিত ‘বিবেক বেচার ধুম’ শিরোনামের একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষ্যে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা শহরের সেঁজুতি বিদ্যানিকেতন প্রাঙ্গনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জেলা ও উপজেলার বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এ কর্মরত এই কবির লেখা ‘বিবেক বেচার ধুম’ বইটি বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে। এরইমধ্যে মুহাম্মদ শহিদুল ইসলাম ফকির সম্পাদিত ‘বর্ণবাতি’ নামে একটি কবিতা গ্রন্থ ও ‘এসো সবে করি পণ’ শিশুতোষ ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে।
উদীয়মান এ লেখক ২০২১ সালে ‘কলম একাডেমি লন্ডন’ কর্তৃক শ্রেষ্ঠ সংগঠক হিসাবে পুরস্কার লাভ করেছেন। তাছাড়া পাপড়ি করামত আলী সেরালেখক হিসেবে সম্মাননাও পেয়েছেন কবি মুহাম্মদ শহিদুল ইসলাম ফকির।