রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে ‘বিবেক বেচার ধুম’ নামক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

নালিতাবাড়ী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে উদীয়মান লেখক কবি মুহাম্মদ শহিদুল ইসলাম ফকির সম্পাদিত ‘বিবেক বেচার ধুম’ শিরোনামের একটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষ্যে, সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা শহরের সেঁজুতি বিদ্যানিকেতন প্রাঙ্গনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের জেলা ও উপজেলার বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এ কর্মরত এই কবির লেখা ‘বিবেক বেচার ধুম’ বইটি বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে। এরইমধ্যে মুহাম্মদ শহিদুল ইসলাম ফকির সম্পাদিত ‘বর্ণবাতি’ নামে একটি কবিতা গ্রন্থ ও ‘এসো সবে করি পণ’ শিশুতোষ ছড়াগ্রন্থ প্রকাশিত হয়েছে।

উদীয়মান এ লেখক ২০২১ সালে ‘কলম একাডেমি লন্ডন’ কর্তৃক শ্রেষ্ঠ সংগঠক হিসাবে পুরস্কার লাভ করেছেন। তাছাড়া পাপড়ি করামত আলী সেরালেখক হিসেবে সম্মাননাও পেয়েছেন কবি মুহাম্মদ শহিদুল ইসলাম ফকির।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।