শেরপুরের নকলা উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিনোদনসহ অবসর সময় কাটানোর জায়গা অফিসার্স ক্লাব-এর নতুন ভবনের নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ প্রাঙ্গনে নতুন অফিসার্স ক্লাব ভবনের নির্মান কাজ উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।
এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।
এই ভবনের নির্মান কাজ উদ্বোধন হওয়ায় উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিনোদনসহ অবসর সময় কাটানোর নির্ভরযোগ্য ও নিরাপদ জায়গার ব্যবস্থা হলো বলে অনেকে মনে করছেন।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা, জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পৌরসভাসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড, গৃহহীনদের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরসহ বিভিন্ন দপ্তরের কার্যালয় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস।