বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী ৩ দিনের সফরে শেরপুরে আসছেন

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

জাতীয় সংসদের উপনেতা সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি তাঁর নির্বাচনী এলাকা শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়িতে সফরের উদ্দেশ্য ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে আসছেন।

২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত থেকে ২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর আড়াইটা (২:৩০) পর্যন্ত সফরের উদ্দেশ্যে ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ১১টার দিকে সড়ক পথে নকলার উদ্দেশ্যে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্স থেকে রওনা হবেন।

পথিমধ্যে দুপুর আড়াইটা (২:৩০) সময় ময়মনসিংহ সার্কিট হাউজে উপস্থিত হবেন। পরে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ময়মনসিংহ বিভাগে সফর এবং সমাবেশকে সফল ও সার্থক করার লক্ষ্যে বিকেল ৩টার সময় প্রস্তুতিমূলক সভায় যোগদান করবেন। সভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় নকলায় পৌঁছবেন এবং নকলাতেই রাত্রিযাপন করবেন।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টার সময় উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উরফা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর মেধাক্রমানুসারে প্রথম ১০ জন শিক্ষার্থীর মাঝে এবং উরফা ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন।

পরে সাড়ে ৯টার সময় নালিতাবাড়ি উপজেলার মরিচপুরান ইউনিয়নের মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ১০ টার সময় রুপনারায়নকুড়া ইউনিয়নের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সাড়ে ১০টার সময় নালিতাবাড়ী ইউনিয়নের কেন্দুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ১১টার সময় কাকরকান্দি ইউনিয়নের শহিদ মুক্তিযোদ্ধা কলেজ মাঠে, সাড়ে ১১টার সময় রামচন্দ্রকুড়া ইউনিয়নের রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করবেন এবং নকলা ও নালিতাবাড়ী উপজেলার মৎস্য ও প্রাণিজ সম্পদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগদান করবেন। এরপরে ১২টার সময় নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সাড়ে ১২টার সময় পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে, বিকেল ২টার সময় নন্নী ইউনিয়নের নন্নী কন্যাডুবি ঈদগাহ মাঠে, আড়াইটার (২:৩০) সময় রাজনগর ইউনিয়নের নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ৩টার সময় কলসপাড় ইউনিয়নের পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সাড়ে ৩টার সময় বাঘবেড় ইউনিয়নের সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয় মাঠে, ৪টার সময় নালিতাবাড়ী পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে, সাড়ে ৪টার সময় যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে সংশ্লিষ্ঠ ইউনিয়ন ও পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর মেধাক্রমানুসারে প্রথম ১০ জন শিক্ষার্থীর মাঝে এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবেন। পরে নকলায় ফিরে এসে রাত্রি যাপন করবেন।

পরের দিন ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টার সয়ম নকলা ইউনিয়নের ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ৯টার সময় গনপদ্দী ইউনিয়নের খারজান উচ্চ বিদ্যালয় মাঠে, ১০টার সময় বানেশ্বরদী ইউনিয়নের বাউসা দিশারী উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১০টার সময় চন্দ্রকোনা ইউনিয়নের রাজলহ্মী উচ্চ বিদ্যালয় মাঠে, ১১টার সময় চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১১টার সময় পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে, ১২টার সময় টালকী ইউনিয়নের বিরিবরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সাড়ে ১২টার সময় গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বি.এল উচ্চ বিদ্যালয় মাঠে, ১টার সময় নকলা পৌরসভার মুজিব শতবর্ষ মঞ্চ মাঠে সংশ্লিষ্ঠ ইউনিয়ন ও পৌরসভার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর মেধাক্রমানুসারে প্রথম ১০ জন শিক্ষার্থীর মাঝে এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কাজ শেষ করবেন।

২৫ ফেব্রুয়ারি (শনিবার) আড়াইটার সময় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এম.পি নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রা পথে কোন প্রকার সমস্যা না হলে রাত সাড়ে ৭টার সময় নিজ বাসভবনে পৌঁছাবেন বলে সফর সূচি অনুযায়ী জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।