সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নকলা প্রেস ক্লাব-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে ভাষা শহীদসহ সকল শহীদদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (১২:০১মিনিট) নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু’র সার্বিক দিক নির্দেশনায় সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন দেলু, সাংগঠনিক সম্পাদক নূর হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য মোশাররফ হোসেন শ্যামল ও সুজন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৗর সভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ,
নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, বিএডিসি হিমাগার নকলার উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নকলা প্রেস ক্লাবের পক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের আগে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, উপজেলা আওয়ামী লীগ, নকলা পৌরসভা, পুলিশ বিভাগ, উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন, বিভিন্ন দপ্তরসহ ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধের পক্ষের শক্তিতে বিশ্বাসী বিভিন্ন পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর পরথেকে তথা ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।