শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

নকলায় শহীদ মিনারে ছাত্রলীগের পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪০ বার পঠিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ নকলা উপজেলা শাখার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে (১২:০১মিনিট) উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনকের নেতৃত্বে ও নির্দেশনায় সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় সংগঠনটির যুগ্ম আহবায়ক শাহরিয়ার তালুকদার সৌরভ, আব্দুর রহিম মোস্তফা ও মাহফুজুল ইসলাম, সদস্য শাহ মো. দিদারুল হক সুহৃদ, রাকিবুল হাসান নিশাত, অমিত হাসান রূপক, আল-আমিন আকন্দসহ ছাত্রলীগ কর্মী রাজু আহম্মেদ ও নিশাদসহ বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রলীগ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।