শেরপুরের নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এর অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে মাদ্রাসা ও স্কুল প্রাঙ্গনের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
২১ ফেব্রুয়ারি সকালে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা ও বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া পরিচালনা করা হয়।
বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক-কর্মচারী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী ও ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীরা আলাদা আলাদা ভাবে এবং প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা যৌথভাবে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজিত অনুষ্ঠানে সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে প্রস্তাব উত্থাপন করা হয় ও এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর পরথেকে তথা ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।