শেরপুরের নকলায় ২০২১-২২ অর্থ বছরের সেরা উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) পুরষ্কার ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ডিজিটাল আইডি কার্ড প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে ‘কৃষি উন্নয়ন অগ্রযাত্রায় সম্মাননা’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (এডি) কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক (ডিডি) কৃষিবিদ ড. সুকল্প দাস।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহম্মেদ, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ হুমায়ূন কবীর, কৃষিবিদ মো. এমদাদুল হক ও কৃষিবিদ মো. মাসুদুর রহমান; শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ রুকাইয়া ইয়াসমীন, শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ সাবরিনা আক্তার, ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ হুমায়ূন দিলদার, নালিতাবাড়ী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ আনোয়ার হোসেনসহ জেলার পাঁচটি উপজেলার সকল কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগন।
‘কৃষি উন্নয়ন অগ্রযাত্রায় সম্মাননা’ প্রদান অনুষ্ঠান শুরুর আগে ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন-এর নেতৃত্বে ব্লক পরিকল্পনা ওয়ার্কশপ-২০২৩ অনুষ্ঠিত হয়। পরে নকলা উপজেলায় কর্মরত ২০২১-২২ অর্থ বছরের সেরা উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) ও সেরা অফিস স্টাফদের সম্মাননা পুরষ্কার ও সকল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ডিজিটাল আইডি কার্ড প্রদান অনুষ্ঠান শুরু হয়।
এসময় নকলা উপজেলা কৃষি অফিসে কর্মরত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ মো. শাহীন রানা, উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) ও উপজেলা কৃষি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
২০২১-২২ অর্থ বছরের সেরা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম পুরষ্কার বিজয়ী মো. আশরাফুল আলম, দ্বিতীয় পুরষ্কার বিজয়ী মো. আতিকুর রহমান, তৃতীয় পুরষ্কার বিজয়ী এস.এম মনির হাসান, চতুর্থ পুরষ্কার বিজয়ী মো. হুমায়ুন কবীর, পঞ্চম পুরষ্কার বিজয়ী মোহাম্মদ অলিউল্লাহ।
জ্যেষ্ঠ উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মো. মশিউর রহমান, উদীয়মান উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে এম.এ সামাদ ও সেরা অফিস স্টাফ হিসেবে বর্ষসেরা পুরষ্কার বিজয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুর রশিদ। এছাড়া সকল অতিথিবৃন্দকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে নকলা উপজেলা কৃষি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের হাতে ডিজিটাল আইডি কার্ড তুলে দেওয়া হয়। নালিতাবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ মো. আলমগীর কবীর ও তার একমাত্র ছেলের দ্রুত সুস্থতা কামনাসহ কৃষি ও কৃষকের উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। সবশেষে উপজেলা পর্যায়ের একটি অনুষ্ঠানে বিভাগ, জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তাদের মিলন মেলাকে স্মৃতি হিসেবে ধরে রাখতে সবাই একফ্রেমে ক্যামেরাবন্ধি হতে ফটোসেশনে অংশ নেন।