বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবস বাংলাদেশের চিলমারীর রিকতা বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতী নিহত, নানী আহত নকলায় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন শ্রীবরদীতে যুব অধিকার পরিষদের ইউনিয়ন শাখার কমিটি গঠন: আহবায়ক মনজুরুল, সদস্য সচিব জাহিদ নকলায় শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নকলা উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-কে সভাপতি (পদাধিকারবলে) ও সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

এ কমিটিকে সঠিক ভাবে পরিচালনার জন্য স্থানীয় সংসদ সদস্য (মহান জাতীয় সংসদের উপনেতা) বেগম মতিয়া চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনকে উপদেষ্টা করা হয়েছে।

২৫ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদী কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন- ৪ জন সহসভাপতি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ (পদাধিকারবলে), শামছুর রহমান আবুল (উপজেলা পরিষদ কর্তৃক মনোনিত), প্রাক্তন খেলোয়াড় শাহ্ মো. ফুয়াদ হোসেন ও সাবেক ফুটবলার মো. মাহবুবুল আলম দুলাল; অতিরিক্ত সাধারণ সম্পাদক পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মীর মোতালেব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আছাদুজ্জাান ও চিথলিয়া দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক শাহ্ মহিউদ্দিন আহম্মেদ লাভলু; কোষাধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক হীরা, পদাধিকারবলে ৫ জন নির্বাহী সদস্য হলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুননেছা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান এবং

নির্বাচিত ১০ জন নির্বাহী সদস্য হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশিদ সরকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, কুর্শাবাদাগৈড় এলাকার আব্দুল আউয়াল সেলিম, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক শরিফ আহাম্মদ খান, সাবেক ফুটবলার মো. মামুন মিয়া, চৌধুরি ছবরুন নেছা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আঞ্জুমান আরা বেগম রুমি (সংরক্ষিত) ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. শাহনাজ পারভীন (সংরক্ষিত)।

এ উপলক্ষে, উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

এসময় সদ্য সাবেক হওয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সমপাদক সাদেকুর রহমান, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু-শিক্ষা গবেষণা পরিষদ নকলা উপজেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইনসহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।