শেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষ্যে ক্রীড়া ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আজমেরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্রাম হোসেন ও প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানিক দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শাহীনূর সিদ্দিকা, সরহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আরজু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান।
এসময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ প্রতিযোগী শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্তানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলেদেন।