শেরপুরের নকলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৭নং টালকী ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মো. ফরহাদ আলী-কে সভাপতি ও মো. কামরুজ্জামান-কে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে, শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিবিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু’র সভাপতিত্বে এক সম্মেলনের আয়োজন করা হয়।
এ সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক রাজিব হাসানের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. মুনসুর আলী, টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আকন্দ।
এছাড়া উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, টালকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বদ্দি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনকসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সম্মেলনে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী, নকলা প্রেস ক্লাবে নেতৃবৃন্দসহ স্থানীয় অগণিত জনগন উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীরা তাদের নিজের সংক্ষিপ্ত পরিচয় তুলেধরে নিজ নিজ প্রার্থীতা ঘোষণা করেন। পরে সিনিয়র নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু টালকী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি, একজন সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু তাঁর সমাপণী বক্তেব্য আগামী ১৫ দিনের মধ্যে টালকী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশক্রমে অনুরোধ জানান।