শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
৬ ডিসেম্বর শ্রীবরদী হানাদার মুক্ত দিবস নকলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ গ্রহণ নকলায় জন্ম নিবন্ধনে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শেরপুরের ছানার পায়েসের কদর দেশ বিদেশে, জিআই পণ্যের মর্যাদা অর্জন পেশাজীবী অধিকার পরিষদের শেরপুরে জেলা শাখার কমিটি গঠন : সভাপতি শহিদুল, সা.সম্পাদক ফারুক ফুল ও গাছের চারা বিক্রি করে বছরে সঞ্চয় লাখ টাকা নকলায় জিয়া মঞ্চ’র উপজেলা কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা শেরপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় নকলায় সড়ক দুর্ঘটনায় নাতির পর মারা গেলেন নানি কৃষি বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলা জুড়ে তালগাছ

জেলা ক্রীড়া সংস্থার নতুন সম্পাদককে নকলা উপজেলা ক্রীড়া সংস্থার ফুলেল শুভেচ্ছা

নকলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ বার পঠিত

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানিক দত্ত-কে নকলা উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সৌজন্য স্বাক্ষাতসহ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

১১ ফেব্রুয়ারি (শনিবার) নকলা উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ছামিউল হক মুক্তা’র নেতৃত্বে উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ জেলা ক্রীড়া সংস্থার অফিসে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানিক দত্তকে এ শুভেচ্ছা জানান।

এসময় ক্রীড়া শিক্ষক আসাদুজ্জান, ফুটবল খেলোয়াড় ও রেফারী মীর মোতালেব হোসেন সিপন, ফুটবলার ও রেফারী মামুন মিয়াসহ জেলা-উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারী (শনিবার) জেলা ক্রীড়া সংস্থার পদাধিকার বলে সভাপতি জেলা প্রশাসক সাহেলা আক্তার-এঁর সভাপতিত্বে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মানিক দত্ত-কে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।

সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশের পরে জেলা-উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন স্তরের ব্যক্তিগন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানিক দত্ত’র সাথে সৌজন্য স্বাক্ষাত পূর্বক কুশল বিনিময়সহ তাঁর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মানিক দত্ত তাঁর অনুভূতি জানাতে গিয়ে নির্বাচক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সকলের পরামর্শ মূলক সার্বিক সহযোগিতা কামনা করেন। মানিক দত্ত একাধারে ক্রীড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক বটে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।