বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকলায় জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন বিষয়ক সচেতনতামূলক সভা ভাগ্নার জন্মদিন উপলক্ষে ২০২০ সালে লেখা সদ্য প্রয়াত মার্জেনা চৌধুরী’র কবিতা ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় নকলা প্রেসক্লাব পরিবারের পূজামন্ডপ পরিদর্শন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় নকলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে ফাহিম চৌধুরীর শারদীয় শুভেচ্ছা বিনিময় আর্থিক অনুদান প্রদান নকলায় বন্যাক্রান্ত পূজামন্ডপে পূজা উদযাপন পরিষদের সহায়তা প্রদান নকলা-নালিতাবাড়ীর বন্যার্তদের পাশে প্রকৌশলী ফাহিম চৌধুরী নকলা ও ফুলপুরের বন্যার্তদের পাশে নকলার সিনিয়র-জুনিয়র বন্ধুমহল শেরপুরে বন্যার্তদের পাশে বাংলাদেশ সেনাবাহিনী : সর্বমহলে প্রশংসা নকলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ৩ শতাধিক বন্যার্তের মাঝে খাবার বিতরণ নকলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা

নকলায় আ’লীগের শান্তি সমাবেশ ও শোভাযাত্রায় জনতার ঢল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৯ বার পঠিত

শেরপুর জেলার নকলায় বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপি)-এর নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শনিবার (১১ ফেব্রুয়ারী) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তিপূর্ণ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছামিউল হক মুক্তা’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফেরদৌস রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন ও আলহাজ্ব আনিসুর রহমান সুজা প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফেরদৌস রহমান জুয়েল, আলহাজ্ব শফিকুল ইসলাম দুলাল, বাবু ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, মো. শহিদুল ইসলাম, মো. শওকত হোসেন খাঁন মুকুল, মো. মহিদুল ইসলাম, মো. আব্দুল খালেক, আলহাজ্ব এ.কে.এম খুরশিদ আলম বাবুল; যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন, মো. খলিলুর রহমান ও আলহাজ্ব আনিসুর রহমান সুজা; তথ্য ও গবেষণা সম্পাদক মোছা. আঞ্জুমান আরা বেগম রুমি, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম সুহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম হাফিজ সোহেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ.কে.এম কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক হীরা, মো. ছামিউল হক মুক্তা ও মো. আব্দুর রশিদ সরকার; সহ-দপ্তর সম্পাদক এফ.এম কামরুল আলম রঞ্জুসহ অন্যান্য নেতা-কর্মী;

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ অন্যান্য নেতা-কর্মী; উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ফকিরসহ অন্যান্য নেতা-কর্মী; উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনকসহ আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা ও উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধরসহ অন্যান্য নেতা-কর্মী; উপজেলা, পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম মাহবুবুল আলম সোহাগ ও সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবলসহ অন্যান্য নেতা-কর্মী ছাড়াও উপজেলা, পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্র লীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের  অগণিত নেতৃবৃন্দ, হাজারো কর্মী-সমর্থক ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক এতো স্বল্প সময়ের নোটিশে এই শান্তি সমাবেশ ও শোভাযাত্রায় হাজারো জনতার ঢল যেন নকলার রাজনৈতিক ইতিহাসে একটি নজির বলে মনে করছেন আওয়ামী লীগ ও নৌকা প্রেমী সাধারণ জনগন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।