সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন

নকলায় পৌর পর্যায়ে আন্তঃপ্রাথমিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ বার পঠিত

শেরপুরের নকলায় পৌর পর্যায়ে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদে মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় পৌরসভাধীন সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিযোগী শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।

প্রতিযোগিতা শুরুর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু করা হয়।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে এদিন বিকেলে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উজ্জামানের সভাপতিত্বে ও নকলা চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তারের সঞ্চালনায় পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়। অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন।

এসময় পৌরসভাধীন সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।