শেরপুরের নকলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১নং গনপদ্দী ডিজিটাল ইউনিয়ন শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ.এস.এম সাইফ-কে সভাপতি ও মো. সোলাইমান-কে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে খারজান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু’র সভাপতিত্বে এক সম্মেলনের আয়োজন করা হয়। এ সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, সামিউল হক মুক্তা ও আব্দুর রশিদ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মনসুর আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর সহ অনেকেই।
এছাড়া আরো বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা উমর আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর রহমান আবুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলাল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনকসহ অনেকেই।
এ সম্মেলনে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সম্মেলনে সভাপতি এ.এস.এম সাইফ, সাধারণ সম্পাদক মো. সোলাইমানের নামসহ সহ-সভাপতি মো. লিটন মিয়া, সহ-সভাপতি মো. আতিকুর রহমান (সামাল), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম-এর নাম ঘোষণা করা হয়।