শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শেরপুরসহ দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ নকলার ইউএনও’র সাথে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা বিনিময় নকলার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে অফিসার্স ক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা নকলায় সাংবাকিদের সাথে বিদায়ী ইউএনও’র মতবিনিময় সভা নকলায় বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিনকে প্রেসক্লাব কর্তৃক বিদায় সংবর্ধনা শেরপুরের নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন নকলা প্রেসক্লাব’র উন্নয়নে তারুণ্যের অর্জনে সর্বসাধারনের আস্থা

নকলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অর্ধশত জিপিএ-৫, শতভাগ পাশ এক প্রতিষ্ঠানের

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯২ বার পঠিত

শেরপুরের নকলায় এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উপজেলার উচ্চ মাধ্যমিক স্তরের ১০টি প্রতিষ্ঠান হতে মোট ৫০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে; এবং নকলা আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে।

যেসব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে সেগুলো হলো- চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ থেকে ১৬ জন, নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৪ জন, সরকারি হাজী জালমামুদ কলেজ থেকে ৯ জন, চন্দ্রকোনা কলেজ থেকে ৪ জন; পাঁচকাহুনিয়া আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ৩ জন, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ২ জন, উপজেলার একমাত্র শতভাগ ফলাফল অর্জনকারী নকলা আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজ ও বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

প্রকাশিত ফলাফলের তথ্য মতে, সরকারি হাজী জালমামুদ কলেজ থেকে মানবিক শাখার ৩৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৫ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন। বিজ্ঞান বিভাগের ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জন কৃতকার্য হয়েছে, বানিজ্য বিভাগের ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন কৃতকার্য হয়েছে; বিএম শাখার ১৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৭১ জন। এ কলেজ থেকে বিজ্ঞান, বানিজ্য ও বিএম এই তিন শাখার কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ থেকে মানবিক শাখার ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৯ জন কৃতকার্য হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন এবং বিজ্ঞান বিভাগের ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জন কৃতকার্য হয়েছে, জিপিএ-৫ পেয়েছে ২ জন।

চন্দ্রকোনা কলেজ থেকে মানবিক শাখার ১৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন। বিজ্ঞান বিভাগের ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন কৃতকার্য হয়েছে, বানিজ্য বিভাগের ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ২ জন। এ কলেজ থেকে বিজ্ঞান ও বানিজ্য এই দুই বিভাগের কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫৩ জন, পাঁচকাহুনিয়া আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ১৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৪ জন ও উপজেলার একমাত্র শতভাগ ফলাফল অর্জনকারী  নকলা আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজ থেকে ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জনই কৃতকার্য হয়েছে।

নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৫ জন, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার ২৩ জনের মধ্যে ২২ জন, পাঁচকাহুনিয়া আলিম মাদ্রাসার ২৩ জনের মধ্যে ২২ জন ও ধুকুড়িয়া আলিম মাদ্রাসার ৬ জনের মধ্যে ৫ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।

উল্লেখ্য, উপজেলার উচ্চ মাধ্যমিক শাখার ৩টি কলেজের মোট ১ হাজার ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২৮ জন কৃতকার্য ও ৩১৪ জন অকৃতকার্য হয়েছে ।

টেকনিক্যাল এন্ড বিএম শাখার ৩টি কলেজের মোট ৩৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৩ জন কৃতকার্য ও ২১ জন অকৃতকার্য হয়েছে।

উপজেলার উচ্চ মাধ্যমিক স্তরের ৪টি মাদ্রাসার মোট ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭৪ জন কৃতকার্য ও ৪ জন অকৃতকার্য হয়েছে। প্রতিটি মাদ্রাসা থেকে মাত্র ১ জন করে পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ায় ৪টি মাদ্রাসা থেকে ৪জন পরীক্ষার্থী  ছাড়া বাকি সবাই কৃতকার্য হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।