শেরপুরের শ্রীবরদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল হক মুন্সী বীরপ্রতীক মারা গেছেন, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী শ্রবরদী পৌরসভার খামারিয়াপাড়া গ্রামের নিবাসী ছিলেন।
রোববার (৫ ফেব্রুয়ারী) রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ৯টার সময় তারাকান্দি এলাকায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী’র মৃত্যুতে উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, শ্রবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও বঙ্গবন্ধু পরিষদের মহাসচিব সমাজ সেবক এইচ.এম ইকবাল হোসাইনসহ জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমীক লীগ, কৃষক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ অন্যান্য দলীয় নেতা-কর্মী, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ ও মরহুমের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল সোমবার সুবিধাজনক সময়ে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে। তবে সময় এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। জানাজার নামাজের সময় নির্ধারণ করা হলে তাৎক্ষণিক সময় ও স্থান সকলকে অবগত করা হবে বলে জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু ও মরহুমের পরিবারের সদস্যগন।