শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়রম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ।
এছাড়া আরও বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, গৌড়দ্বার ইউপির চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার বাবুসহ অনেকে।
এসময় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ, বিভিন্ন ইউপির চেয়ারম্যানগনসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা নিজ নিজ ইউনিয়নের জনসেবায় ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ ও সহযোগিতা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি ও সমস্যা সমাধান বিষয়ক অবহিত করন বক্তব্যে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার পরে একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন-এঁর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসভায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।