বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রফিকুল ইসলাম আধার’র ২টি কাব্যগ্রন্থ পাওয়া যচ্ছে একুশে বই মেলায় বন্যার ক্ষতি পোষাতে ব্যস্ত সময় পাড় করছেন নকলার কৃষক শেরপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নকলায় ভিডব্লিউবি উপকারভোগীর মাঝে সঞ্চয়ের টাকা প্রদান নকলায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ শেরপুরের ৩টি সংসদীয় আসনের জন্য জামায়াতের প্রার্থী ঘোষণা নকলায় শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উদ্দীপণা পুরষ্কার প্রদান নকলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২, আহত ৪ নকলায় নেতৃবৃন্দের খোঁজখবর নিতে ব্যস্ত সময় পার করছেন ফাহিম চৌধুরী নকলার চরঅষ্টধর ইউনিয়ন যুব অধিকার পরিষদ’র সভাপতি রনি, সম্পাদক সুজন

নকলায় এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনস’র বর্ষপূর্তি উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪ বার পঠিত

শেরপুরের নকলায় এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনস-এর ৯ম বর্ষে পদার্পণ ও ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৯ম বর্ষে পদার্পণ লেখা সম্বলিত কেক কাটাসহ সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) রাত ৮টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় এসব অনুষ্ঠিত হয়।

এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনসের সত্ত্বাধিকারী মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড্রীম মিডিয়ার সত্ত্বাধিকারী মো. আব্দুর রাজ্জাক আকন্দ, উপজেলা ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ডা. মোসলেম উদ্দিন ডায়াগনস্টিক সেন্টারের সত্বাধিকারী মো. মহিউদ্দিন সেলিম, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, মানবাধিকার সংগঠন আমাদের আইন’র নকলা শাখার সভাপতি রাশেদুল কিবরিয়া রাশেদ, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম- কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সহসভাপতি মাহাবুর রহমান ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনক উপস্থিত ছিলেন।

এসময় আমন্ত্রিত অতিথির মধ্যে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুল ইসলাম, মানবাধিকার সংগঠন আমাদের আইন’র নকলা শাখার সাধারণ সম্পাদক মকিব হোসেন মামুনসহ এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনস’র অগণিত সেবা গ্রহীতা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে ‘এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনস’র ৯ম বর্ষে পদার্পণ’ লেখা সম্বলিত কেক কেটে এস.কে নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশনস-এর ৯ম বর্ষে পদার্পণ ও ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।