শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ফকিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
সভাপতি আনোয়ার হোসেনের স্বাগত বক্তব্য শেষে নতুন কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যগনের পরিচয় পর্ব শুরু হয়। সবাই নিজ নিজ পরিচয় প্রদান করেন। নতুন কমিটির যেসকল নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিতিদের সামনে তাদের পরিচয় তুলে ধরেন তারা হলেন- সহ-সভাপতি আব্দুল জব্বার মিয়া, নিজাম উদ্দিন, মিনাল মিয়া, রফিক মিয়া, নূরুল ইসলাম, জয়নাল আবেদীন ও আব্দুল মিয়া; ৩ জন যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম পাড়ই, মফিদুল ইসলাম ও আতিকুল ইসলাম; অর্থ সম্পাদক সেলিম মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্নেজ আলী, দপ্তর সম্পাদক ছাইফুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ উজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোরশেদুল আলম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিক মিয়া, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শ্রী খীতেশ বর্মন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজগর আলী (হলকু), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. সাইদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল নবী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক আমজাদ আলী, মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ছবিনা ইয়াসমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তফাজ্জল মিয়া ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান উজ্জল। এছাড়া নতুন কমিটিতে স্থান পাওয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৪ জন সদস্য তাদের পরিচয় প্রদান করেন।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাংগঠনকি সম্পাদক নূর হোসেনসহ পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এঁর সুপারিশক্রমে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি ডা. মো. আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসেন ২১ ডিসেম্বর, ২০২২ তারিখে নিজ নিজ নামে স্বাক্ষর করে মো. আনোয়ার হোসেন-কে সভাপতি ও মো. হেলাল উদ্দিন ফকির-কে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন প্রদান করেন।