শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কামাল হোসেন (৩২), ৬ কেজি গাজাসহ নজরুল ইসলাম (২০) ও দুলাল মিয়া (২৬) এবং ১৩৭ বোতল বিদেশী মদসহ আঙ্গুর মিয়া (২৭) নামে ৪জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম. সবুজ রানার উপস্থিতিতে র্যাবের বিশেষ অভিযানে আলাদা স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শেরপুর সদর থানার ভাতশালা এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। সে সদর থানার গনই মমিনাকান্দার মৃত আব্দুল মালেকের ছেলে। অভিযানকালে কামালের কাছ থেকে ১টি বিদেশী ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি, ১টি কিলিং চেইন, ১ টি মোবাইল ও নগদ ৪ শত টাকা উদ্ধার করা হয়।
এ রাতে অপর এক অভিযানে সদর উপজেলার চৈতনখিলা এলাকা থেকে আঙ্গুর মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১৩৭ বোতল বিদেশী মদ, ২ টি মোবাইল ফোন ও নগদ দেড় হাজার টাকা উদ্ধার করা হয়।
একই রাতে গাজা পাচারকালে নজরুল ইসলাম ও দুলাল মিয়াকে সদর থানার চাঁন্দের নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। নজরুল শেরপুর সদর থানার চৈতনখিলা বটতলা এলাকার মোক্তার আলীর ছেলে ও দুলাল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার লাড়িরহাটি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। এই অভিযানে ৬ কেজি গাজা, ১টি মিনি ট্রাক ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।