সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

নকলায় ভলিবল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় ভলিবল প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস একমাস ব্যাপী এই ভলিবল প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

ভলিবল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান উপলক্ষ্যে বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক মাস ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৪০জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করে।

পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম বেনজীর আহাম্মদ-এর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য ও ক্রীড়া সংগঠক মো. ছামিউল হক মুক্তা প্রমুখ।

এসময় পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরিদুুল আলম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. ছাখাওয়াতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, ক্রীড়া শিক্ষক মীর মোতালেব হোসেন শিপন, মো. বোরহান উদ্দিন, ফিরোজ আহমেদ, মো. আসাদুজ্জামান, তোফায়েল আহমেদ, ফরিদুল ইসলাম, ইসরাত জাহান, নাহিদ সুলতানা, আব্দুল জলিল, মনোহর মাহমুদ মিলনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এক মাস ব্যাপী এ ভলিবল প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়া শিক্ষক মীর মোতালেব হোসেন শিপন ও মো. মামুন মিয়া। প্রশিক্ষণ প্রাপ্ত এসব ভলিবল খেলোয়াড়রাই আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভলিবল খেলার মাধ্যমে উপজেলা, জেলা, বিভাগ তথা দেশকে বিশ্বদরবারে তোলে ধরবে বলে অনেকে আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।