শেরপুরের নকলায় পূবালী ব্যাংক লিমিটেড’র ১২৯তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে এই উপশাখার উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল অতিথিবৃন্দকে সাথে নিয়ে ফিতাকেটে এ শাখার উদ্বোধন করেন।
এ উপলক্ষে শেরপুর টাউন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ দেলখোশ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, ব্যাংকের উপদেষ্টা এডভোকেট মোখলেছুর রহমান জীবন, ব্যবসায়ী আমিনুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় দুদক-এর পিপি এডভোকেট মোখলেছুর রহমানসহ পূবালী ব্যাংকের জেলা-উপজেলা শাখার কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।