শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভিজিডি’র প্রতি উপকারভোগীর মাঝে মাসিক ২০০ টাকা হারে ২৪ মাসের মোট ৪ হাজার ৮০০ টাকা করে বিতরণ করা হয়েছে। এতে ইউনিয়নের ২০৫ জন উপকারভোগীর মাঝে মোট ৯ লাখ ৮৩ হাজার টাকা বিতরণ করা হয়।
এ উপলক্ষে রোববার ও সোমবার (২২ ও ২৩ জানুয়ারী) বিকেলে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ মাঠে ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বতের সভাপতিত্বে সঞ্চয়ের টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (২২ জানুয়ারী) ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৫নং ওয়ার্ড পর্যন্ত সুবিধাভোগীদের মাঝে এবং সোমবার (২৩ জানুয়ারী) ৬নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত সুবিধাভোগীদের হাতে তাদের সঞ্চয়ের টাকা তুলেদেওয়া হয়।
এসময় ব্যাংক এশিয়ার নকলা উপজেলা শাখার ব্যবস্থাপক (কর্মকর্তা) ইউসুফ আলী, বানেশ্বরদী এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট সাইফুন নাহার চৈতী, প্যানেল চেয়ারম্যান মো. উছমান আলীসহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশগন ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত দুই শতাধিক ভিজিডি’র সুবিধাভোগী উপস্থিত ছিলেন।